বাড়ছে অনলাইন স্ক্যাম!এই বিপত্তির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া মোটেই সহজ নয়

বর্তমানে যত বেশি অনলাইনে কেনাকাটা বাড়ছে ততই বাড়ছে অনলাইন স্ক্যাম। আর এই বিপত্তির হাত থেকে কিন্তু মুক্তি পাওয়া মোটেই সহজ নয়।

কিন্তু ছোট ছোট কিছু তথ্য যদি আমরা মাথায় রাখি তাহলে কিন্তু নিজেরাই আমরা নিজেদের রক্ষা করতে পারব। যেমন ধরুন কোন পার্সেল যখন আমরা কিনি। তখন ওই পার্সেল এর বাক্স বা প্যাকেট যখন আমরা ফেলব তখন যদি আমরা ওই বাক্সের ওপর থেকে আমাদের ইনফরমেশনের যে কাগজ অর্থাৎ সাদা যে টুকরো মধ্যে আমাদের নামধাম ঠিকানা ফোন নাম্বার সবকিছু লেখা থাকে সেই কাগজটাকে যদি আমরা তুলে ছিড়ে ফেলে দেই।

তারপর যদি ওই বাক্সটাকে ফেলি। তাহলে ক্যাম্প করতে চাইছে তাদের হাতে কোনরকম ইনফরমেশন পৌঁছবে না। এরকম ছোট ছোট কিছু নিয়ম যদি আমরা মেনে চলি তাহলে আমরা সুরক্ষিত থাকবো এবং সমাজকেও সুরক্ষা দিতে পারব।

এই ব্যাপারে বিস্তারিত জানতে চাইলে নিচের লিংকে ক্লিক করে এবং সাবস্ক্রাইব করুন Bengal Fusion News Time.

অনুলিখন: 
Oindrila Chakraborty
ll